শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮ বোতল ফেনসিডিলসহ জহিরুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক জহিরুল শার্শা থানার টেংরা গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, এএসআই শরিফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল কৃষ্ণপুর গ্রামস্থ ভিডিপির মোড় পাকা রাস্তার উপর হতে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং- ৬৩।
আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।