রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাভেজালমুক্ত পণ্য বিক্রয় করে স্বাবলম্বী সাঁথিয়ার আতিক

ভেজালমুক্ত পণ্য বিক্রয় করে স্বাবলম্বী সাঁথিয়ার আতিক

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ার আতিক অনলাইন ব্যবসার সফল উদ্যোক্তা। ভেজালমুক্ত পন্য বিক্রি করে সে এখন স্বাবলম্বী। আতিকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে এমবিএ শেষ করে সরকারি, বেসরকারি চাকরীর চেষ্টা করেন দীর্ঘদিন। অবশেষে ২০১৬ সালে একটি কোম্পানীতে চাকরী পান আতিকুল ইসলাম (৩৬)। সে চাকরীও বেশি দিন করতে পারেন নাই। উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিকুল ইসলাম। বাবা ইব্রাহিম একজন অসচ্ছল কৃষক। শিক্ষিত মেধাবী যুবক স্বপ্ন দেখেন নিজের পায়ে ভর করে দাঁড়াতে। ভাবতে থাকেন ভেজালের জগতে খাঁটি মানের পণ্যর সরবরাহের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন ঘটাতে। দেশের মানুষকে কম খরচে খাঁটি পণ্য সরবরাহ করতে ডিজিটাল যুগের কথা চিন্তা করে ২০১৭ সালে শুরু করেন অনলাইন ভিত্তিক খাঁটি পণ্য বাজারজাত করণ ব্যবসা। আতিকুল বিভিন্ন এলাকা থেকে খাঁটি ঘি, সরিষার তেল, মধু, দই, চমচম, লুঙ্গী, আম ও লিচু সংগ্রহ করে তা বাজারে সরবরাহ শুরু করেন। পাবনার ফরিদপুরের নিজস্ব কারখানার ঘি, দই, সাঁথিয়া থেকে সরিষার তেল, মধু, আটঘড়িয়া থেকে ঐতিহ্যবাহী চাচকিয়া লুঙ্গী, টাংগাইলের পোড়াবাড়ির চমচম, পাবনার ঈশ্বরদী থেকে কেমিক্যাল মুক্ত লিচু ও আম সংগ্রহ করে থাকেন। সংগ্রহিত পণ্য চাহিদা অনুযায়ী অনলাইনে (শযধঃরনধুধৎ.পড়স.নফ) ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কম খরচে ক্রেতার হাতে পণ্য পৌঁছাতে কুরিয়ার সার্ভিস ও হোম ডেলিভেরী সুবিধা দিয়ে থাকেন। অল্প সময়ে তার এ অনলাইন ব্যবসা ক্রেতাদেও আকৃষ্ট করে। আতিকুল ইসলাম জানান, দেশের ভেজাল পণ্যর অবস্থা দেখে খুব মর্মাহত হই। শিক্ষা জীবন শেষ করেই আমার স্বপ্ন ছিলো ভাল কিছুর মধ্য দিয়ে নিজের আত্মকর্মসংস্থান খুঁজে নেওয়া। যাতে আমার দেখানো এ পথে বেকার যুবকরা হাঁটতে পারে। তিনি জানান, আমার পণ্য ক্রয় করে যদি কোন ক্রেতা গুণগত মান না পান তাহলে তার পরিবহন খরচসহ টাকা ফেরৎ দেবার গ্যারান্টি রয়েছে। একজন ক্রেতা ভেজালের জগতে আমার নিকট থেকে তুলনা মূলক কম খরচে খাঁটি পণ্য পাওয়াসহ বাসায় বসে নিকটস্থ কুরিয়ার অথবা হোম ডেলিভারীর মাধ্যমে পণ্য পাবার নিশ্চিয়তা পেয়ে থাকেন। । অনলাইন ব্যবসার মাধ্যমে তিনি আর্থিকভাবে সচ্ছ্বল হয়েছেন। বাবা-মা ২ সন্তানসহ ৬জনের পরিবারের ব্যয় নির্বাহ করেও তিনি বেশ ভাল আছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণেই এক অজ পাড়াগাঁয়ে বসেই অনলাইন ব্যাবসা করা সম্ভব হয়েছে বলে তিনি জানান.

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments