অতুল পাল: আজ শুক্রবার বেলা সারে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে নবগঠিত উপজেলা আওয়ামী লীগ কমিটি এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ। আ.স.ম. ফিরোজ সাংবাদিকদের বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দাবি করে বাউফলের মেয়র কোন ধরণের নেতৃবৃন্দ ছাড়াই গুটি কয়েক বিএনপি- জামাতের লোক নিয়ে যে পিকনিক সম্মেলন করেছেন সেই কর্মকান্ডকে উপজেলা আওয়ামী লীগ ঘৃনা জানচ্ছে। তিনি বলেন, ওই মহলটি বিএনপি জামাতের চিহ্নিত কিছু লোকজন নিয়ে বাউফলে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা নেতৃবৃন্দকে অনুপস্থিত থাকার জন্য বিভিন্ন অপতৎপরতা চালিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ এবং কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও যুগ্ন সাধারন সম্পাদকের পরামর্শে জেলা কমিটির নেতৃবৃন্দ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্য মন্ডিত করেছেন। সম্মেলনে উপস্থিত হওয়া প্রায় ত্রিশ হাজার মানুষ জেলা নেতৃবৃন্দকে শুভেচ্ছা ে অভিনন্দন জানিয়েছেন। বাউফল উপজেলা আওয়াম লীগ মনে করে “বাউফলে আওয়ামী লীগের মধ্যে কোন ধরণের কোন্দল নাই। ষড়যন্ত্রকারীরা আগেও ছিল এখনও আছে। এদেরকে আমাদের এরিয়ে চলতে হবে। বাউফলের মানুষ ইে মহলটিকে কাউয়া আওয়ামী লীগ বলে অবহিত করেছেন”। ওই মহলটি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অমান্য করে বস্তুত: আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীকে হেয় করেছেন। আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সাধারন সম্পাদক, সহ-সভাপতিবৃন্দ সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।