আব্দুল লতিফ তালুকদার: পকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ কনস্টেবল ও এক সোর্সকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
টাঙ্গাইলের সখিপুরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া-রাজাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা সিভিল পোশাকে তিন পুলিশ সদস্যকে আটক করে, এসময় কনস্টেবল হালিমসহ আরো তিনজন পালিয়ে যায় ।আটককৃতরা হচ্ছেন,এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল। এরা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ফাঁড়িতে কর্মরত আছেন।
স্থানীয়রা জানায় , বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মির্জাপুর থানাধীন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির তিন সদস্য সিভিল পোশাকে সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া-রাজাবাড়ি উচ্চবিদ্যালয় এলাকায় আসে। সেসময় ওই এলাকার মো. ফরহাদের ছেলে মো.বজলুর রহমানকে ডেকে নিয়ে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে জোর করে পুলিশের নিয়ে আসা অটোরিকশায় তুলেন। এ সময় বজলুর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই অটোরিকশাকে ঘেরাও করে। পরে বজলু উপস্থিত লোকজনকে জানান, পুলিশ আমার পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দিয়ে অটোরিকশায় উঠায়। এ ঘটনা শোনার পর উত্তেজিত জনতা ওই তিন পুলিশকে আটক করে তাদের পকেট তল্লাশি করে আরও কিছু ইয়াবা উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা ওই তিন পুলিশকে গণপিটুনি দিয়ে একটি দোকান ঘরে আটকে রেখে সখীপুর থানা পুলিশকে খবর দেয়।
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল বলেন, এটা সখীপুর থানা এলাকা। গত এক সপ্তাহ ধরে মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশেরা এ এলাকায় এসে সাধারণ মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে টাকা আদায় করে হয়রানি করে আসছিল।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.আমির হোসেন বলেন,ঘটনাস্থলে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবিরের নেতৃত্বে এক দল পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবার সকালে এস আই আইনুল হক বাদী হয়ে ওই পাঁচ পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। এএসআই রিয়াজুলসহ পাঁচজনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনজনকে ৫ দিনের রিমান্ড় চেয়ে টাঙ্গাইলে পাঠানো হয়েছে।