বাংলাদেশ প্রতিবেদক: গত কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কিছুতেই কাটছে না। চাল-তেল-পেঁয়াজসহ শাক সবজির দাম আকাশ ছোঁয়া। এতে, চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ।
বেশ কয়েকদিন ধরে ব্যাপক চড়া চালের বাজার। প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়ে যায় ৩ থেকে ৬ টাকা পর্যন্ত। তবে, কোথাও কোথাও এখন ২-৩ টাকা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। আর বরাবরের মতো পাইকার-মিল মালিক একে অপরকে দুষছে।
পেঁয়াজের বাজারেও কোনো সুখবর নেই। বিশেষ করে রাজধানীতে এই পণ্য এখনও অনেকের নাগালের বাইরে। আমদানি হলেও কারসাজি থেমে নেই। তাই, দেশি পেঁয়াজ প্রায় আড়াইশ টাকা। কোথাও কোথাও পেঁয়াজের কলি ও পাতাই কেজি ১০০ টাকা।
এদিকে ভরা মৌসুম হলেও শাক-সবজির দামও বেশ চড়া। কোনো সবজিই পঞ্চাশ টাকার নিচে নেই বলা যায়।