বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নেই, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা

রায়পুরে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নেই, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা

তাবারক হোসেন আজাদ: সরকারি জমিতে টিনসেট দিয়ে বিদ্যালয়টি নির্মিত হয় ২০১১ সালে। সে সময় নির্মিত শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় ২০১৩ সালে। আজও নির্মিত হয়নি নতুন শৌচাগার। এর ফলে ছয় বছর ধরে প্রায় আশ্রায়ণ ও আবাসন কেন্দ্রের ৫ শিক্ষক প্রায় ৩০০ শিক্ষার্থী প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায়ই তারা আশপাশের বাড়ি ও ফসলি জমিতে গিয়ে প্রাকৃতিক কাজ সারে। এটি লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার চরকাচিয়া আশ্রায়ণ কেন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। গত বৃহস্পতিবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটিসহ উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার দীর্ঘ দিন ধরে ব্যবহারের অনুপযোগী। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২১টি। এর মধ্যে ২৬টির শৌচাগার ১ থেকে ১০ বছর ধরে ব্যবহারের অনুপযোগী। এগুলোর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার। শিক্ষক ১১৭ জন। যেসব বিদ্যালয়ের শৌচাগার নষ্ট সেগুলো হচ্ছে পশ্চিম চরকাচিয়া, চরলক্ষ্মী, বড়চর, কেওরাডগি, দক্ষিন পশ্চিম উদমারা, চরবংশী, উত্তর চরবংশী, চরমৈত্রী, পশ্চিম চরগাচিয়া, লামচরি, লামচরি আর.এম., চরমোহড়া, চরমোহনা, মধ্য কাঞ্চনপুর, পূর্ব সাগরদি, কলাকোপা আলিমুন নেছা, মধ্য কলাকোপা, দিনারুন্নেছা, বামনী, কেরোয়া, চরবামনী, শিবপুর কাঞ্চনপুর, উত্তর সাইচা, জীবনেন্নেছা, পূর্ব সোনাপুর, পশ্চিম চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরবংশী ইউপির চরকাচিয়া আশ্রায়ণ কেন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আসমা আক্তার বলে, ‘স্কুলে টয়লেট না থাওনে মাইনষের(মানুষের) বাইতে (বাড়িতে) যাওন (যাওয়া) লাগে। এতে আমগো সরম লাগে। হেগো (অন্য বাড়ির মানুষের) খারাপ কথা হুনন (শুনা) লাগে। ফিরতে দেরি অইলে ক্লাসও কামাই যায় কোনোসুম।’ চরআবাবিল ইউনিয়নের কেওরাডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলে, ‘মাঝেমধ্যে পায়খানা-প্রস্রাব ধরলেও চাইপ্পা রাহি। পরে বাড়ি গিয়া করি। এলিগা তলপেডে ব্যথা অয়।’ চরকাচিয়া আশ্রায়ণ কেন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুর্জয় বলেন, তাঁর বিদ্যালয়ে দুটি শৌচাগার ছয় বছর ধরে নষ্ট। এগুলো ব্যবহারের অনুপযোগী। কমিটির লোকজন ও উপজেলা শিক্ষা কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। কেউই এ ব্যাপারে সহযোগিতা করেননি। এ বিদ্যালয়ে আবাসন ও আশ্রায়ণ কেন্দ্রের বসবাসকারী জেলে ও দিন মজুর পরিবারের প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যায়ণরত রয়েছে। তারা আশপাশের বাড়ি গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাকৃতিক কাজ সারছেন। ছাত্রী ও শিক্ষিকাদের বেশি বিড়ম্বনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন বলেন, ‘সময়মতো মলত্যাগ না করলে কোষ্ঠকাঠিন্য হয়। প্রস্রাব না করে তা চেপে রাখলে মূত্রতন্ত্রে সংক্রমণ হতে পারে। এতে কিডনি বিকল হয়ে জীবনহানির শঙ্কা রয়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম মোস্তাক আহমেদ বলেন, যেসব বিদ্যালয়ের শৌচাগার নষ্ট, সেগুলোর তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments