শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে এক মণ ধানে দুই কেজি পেঁয়াজ!

বাউফলে এক মণ ধানে দুই কেজি পেঁয়াজ!

অতুল পাল: বাউফলে স্মরণকালের মধ্যে সবচেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে ধান। বর্তমানে একমণ ধাণের বিনিময়ে দুই কেজি পিঁয়াজ কিনছে কৃষকরা। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে সারে ৫০০ থেকে ৫৮০ টাকায়। ধানের অস্বাভাবিকভাবে মূল্য কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। অনেক কৃষকই কান্নায় ভেঙ্গে পড়ছেন। সরেজমিন দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম ধানের বাজার বাউফলের কালাইয়া বাজার ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন চরাঞ্চল থেকে হাজার হাজার মণ ধান বিক্রির জন্য আনা হয়েছে। প্রতি বছর এ বাজার থেকে ধান ক্রয়ের জন্য দিনাজপুর, রংপুর, ফরিদপুর, ঢাকা, যশোর, খুলনা, পিরোজপুর সহ দেশের অনেক এলাকা থেকে ব্যাপারিরা আসেন। কিন্তু ওই সকল অঞ্চল থেকে এখনো কোন ব্যাপারি কালাইয়া বাজারে আসেনি। যার কারণে ধান বিক্রি করতে পারছে না কৃষকরা। দেশের বিভিন্ন মোকামে ধানের দাম কম থাকায় স্থানীয় আরতদাররাও ধান কিনছেন না। ফলে ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। উপজেলার চর ফেডারেশন এলাকার কৃষক ওমর মুন্সি জানান, সাপ্তাহিক বাজার করার জন্য ১০ মণ ধান বিক্রি করতে কালাইয়া বাজারে এনেছিলাম। কিন্তু ধানের যে দাম পাওয়া যাচ্ছে তাতে এক মণ ধান বিক্রি করে দুই কেজি পিঁয়াজ কিনতে পারবো। এভাবে ধানের বাজার থাকলে আগামিতে আর ধান চাষ করবো না। একই ধরণের কথা বলেন, উপজেলার শৌলা এলাকার কৃষক আ. রহমান। একই অভিব্যাক্তি প্রকাশ করেন ধান বিক্রি করতে আনা অনেক কৃষক। কালাইয়া বাজারের জয়নাল সরদার, মানিক লাল কুন্ডু, কার্তিক সাহা, গৌতম বণিক সহ অন্যান্য আরতদাররা জানান, উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। যার কারণে ব্যাপারিরা ধান কিনতে কালাইয়া বাজারে আসছে না। এদিকে সরকার প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করার কথা থাকলেও এখনো এই অঞ্চলে ধান ক্রয় করা শুরু করেনি। সরকারও ধান কিনছে না, অপরদিকে ব্যাপারিরাও ধান কিনছেন না। যারফলে কৃষকরা পড়েছেন যাতাকলে। অভিজ্ঞজনেরা জানান, দেশব্যাপি মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই ধানের বাজার মূল্য কম। এরা কৌশলে কৃষকদের থেকে কম দামে ধান কিনে মজুদ করবেন এবং কিছু দিন পরেই সরকারের কাছে বেশি মূল্যে বিক্রি করবেন। এভাবে চললে ভবিষ্যতে কৃষকরা ধান চাষে উৎসাহ হারিয়ে ফেলবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments