বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণসহ সাত দফা দাবিতে মানববন্ধন

রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণসহ সাত দফা দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীন: রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, জেলা স্টেডিয়ামের সংস্কার, নিয়মিত প্রিমিয়ার লিগ ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে রংপুর উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত রংপুরে কোনো ধরনের ক্রিকেট ও ফুটবল লিগের আয়োজন হয়নি। অথচ রংপুরে পাঁচ শতাধিক বিভিন্ন বয়সের ক্রিকেটার রয়েছেন। ভালো মানের ফুটবলার রয়েছেন। শুধু নিয়মিত লিগের ব্যবস্থা ও খেলাধুলার আয়োজন না থাকায় রংপুর থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে না। বক্তব্য প্রদান করেন সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব আহবায়ক সুলতান মাহমুদ টিটন রংপুর উন্নয়ন ফোরামের উপদেষ্টা আতাউর জামান বাবু, সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান উজ্জ্বল প্রমুখ।মানববন্ধন সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments