শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে মুক্তিযোদ্ধার কন্ঠে মুক্তিযুদ্ধের গল্প শোনা এবং সম্বর্ধনা অনুষ্টানের আয়োজন

রংপুরে মুক্তিযোদ্ধার কন্ঠে মুক্তিযুদ্ধের গল্প শোনা এবং সম্বর্ধনা অনুষ্টানের আয়োজন

জয়নাল আবেদীন: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ একজন মুক্তিযোদ্ধার কন্ঠে মুক্তিযুদ্ধের গল্প শোনা এবং মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা অনুষ্টানের আয়োজন করে । দুপুরে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন । এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে আগামীতে তাদের দেশ গড়ার কাজে উদ্ধুদ্ধ হওয়ার আহবান জানান ।তিনি বলেন তোমরাই আগামি দিনে দেশ পরিচালনা করবে । তোমাদের মধ্যে দেশ প্রেম,বাঙালি জাতীয়তাবোধ, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত না হলে দেশ পরিচালনায় বিভ্রান্ত হবে । কারন স্বাধীনতা বিরোধীরাই আজও দেশে সক্রিয়। তারা সব সময় সুযোগ খোঁজে দেশকে কখন অস্থিতিশীল করা যায় । এসময় বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন । পরে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments