শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ধান নিয়ে বিপাকে কৃষক

বাউফলে ধান নিয়ে বিপাকে কৃষক

অতুল পাল: পটুয়াখালীর বাউফলে আমন ধানের দাম কম হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা। একমণ আমন ধান বিক্রির টাকায় মিলছে দুই কেজি পিঁয়াজ। বর্তমানে একমণ ধান বিক্রি হচ্ছে সারে ৫০০ থেকে ৫৮০ টাকায়। ধারণাতীতভাবে ধানের দাম কম হওয়ায় দিশেহারা কৃষকরা। দেশব্যপি মিল মালিক ও আরতদারদের সিন্ডিকেট এবং সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু না হওয়ায় ধান বাজারের চলছে এমন বেহাল অবস্থা। চাষের খরচ না ওঠায় আগামিতে ধান চাষ না করা নিয়েও আশংকা করছেন কৃষকরা। বাউফল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর বাউফলে ৩৬ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এরমধ্যে ২০ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) এবং ১৬ হাজার হেক্টর জমিতে দেশী জাতের আমন চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলে বাউফলে আমান ক্ষেতের তেমন ক্ষতি না হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। সোমবার সরেজমিন দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম ধানের মোকাম বাউফলের কালাইয়া বাজার ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন চরাঞ্চল থেকে কৃষকরা হাজার হাজার মণ ধান বিক্রির জন্য এনেছেন। কিন্তু ক্রেতা না থাকায় ধান বিক্রি করতে পারছেন না। প্রতি বছর এ বাজার থেকে ধান ক্রয়ের জন্য দিনাজপুর, রংপুর, ফরিদপুর, ঢাকা, যশোর, খুলনা এবং পিরোজপুর সহ দেশের অনেক এলাকা থেকে ব্যাপারীরা আসেন। কিন্তু এবছর এখনো কোন ব্যাপারী কালাইয়া বাজারে আসেননি। স্থানীয় আরতদাররাও ধান কিনছেন না। ফলে ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। উপজেলার চর ফেডারেশন এলাকার কৃষক ওমর মুন্সি জানান, গেল বছরও এই সময় ধানের বাজার ৮০০ টাকার উপরে ছিল। একমণ ধান পেতে বীজ বপণ থেকে ঘরে তোলা পর্যন্ত শ্রমিক এবং সারসহ প্রায় ৭০০ টাকা খরচ হয়। বর্তমান বাজার অনুযায়ী প্রতিমণ ধানে ১০০ টাকা লোকসান হচ্ছে। এক মণ ধান বিক্রির টাকায় মিলছে দুই কেজি পিঁয়াজ। এভাবে ধানের বাজার থাকলে আগামিতে আর ধান চাষ করবো না। একই অভিব্যাক্তি প্রকাশ করেছেন ধান বিক্রি করতে আনা অন্যান্য কৃষকরা। বাউফল উপজেলা কৃষি অফিস সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, বাউফলে প্রায় ৫৪ হাজার তালিকাভূক্ত কৃষক রয়েছে। যাদের উৎপাদিত ধানের পরিমাণ হবে প্রায় ১৫ লাখ টন। কিন্তু এই বিপুল পরিমাণ ধান সরকারের পক্ষ থেকে ক্রয় করা হবে না। সরকারিভাবে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সপ্তাহখানেকের মধ্যেই প্রায় চার হাজার কৃষকদের থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ২ হাজার ৫৬৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। মাত্র চার হাজার কৃষকদের থেকে আড়াই হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হলে বাকি কৃষকদের লাখ লাখ মেট্রিক টন ধান বিক্রিতে সরকারিভাবে কোন মূল্য নির্ধারণ করে দেয়া হবে কী না এমন প্রশ্নের উত্তর কৃষি কর্মকর্তা দিতে পারেননি। তবে স্থানীয় কৃষকদের অভিযোগ শেষ পর্যন্ত তাদের ধান কম টাকায় ব্যাপারী, আরতদার কিংবা মিল মালিকদের কাছে বিক্রি করতে হবে। কালাইয়া বাজারের জয়নাল সরদার, মানিক কৃষ্ণ কুন্ডু, কার্তিক সাহা, গৌতম বণিক সহ অন্যান্য আরতদাররা জানান, দেশের উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। যার কারণে ব্যাপারীরা ধান কিনতে কালাইয়া বাজারে আসছেন না

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments