শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে হাতুড়ে চিকিৎসকের জরিমানা

সুন্দরগঞ্জে হাতুড়ে চিকিৎসকের জরিমানা

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করে চিকিৎসার নামে রমরমা ব্যবসা চালিয়ে আসার দায়ে এক হাতুড়ে চিকিৎসকের ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোলেমান আলী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুন্দরগঞ্জ পৌর শহরে অবস্থিত দহবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পৌর বাজারে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আয়ুর্বেদিক চিকিৎসার নামে ঔষধ প্রস্তুত করে ব্যবসা চালানোর দায়ে মাসুম মিয়া (৫২) নামে এক হাতুড়ে চিকিৎসকের ২ হাজার টাকা জরিমানাদেশ প্রদান করেন। জরিমানাদেশপ্রাপ্ত মাসুম মিয়া গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানিপাড়ার মৃত- আওলাদ দেওয়ানের পুত্র। এসময় ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার। এব্যাপারে ডা. আশরাফুজ্জামান সরকার বলেন- অস্বাস্থ্যকর পরিবেশে আয়ুর্বেদিক চিকিৎসার নামে ঔষধ তৈরী করে এসব ঔষধ মানুষকে সেবন করানোর ফলে এসব ঔষধ মানুষেল মাঝে বিপননের কারণে ভবিষ্যতে কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। যা জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকির কারণ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেমান আলী বলেন- ভ্রাম্যমান আদালতকে বৈধ কাগজপত্রাদি প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা আইন ১৯৮৩ সালের ৩২২৬ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments