বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় ভাঙচুর

বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় ভাঙচুর

বাংলাদেশ প্রতিবেদক: বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ভাঙচুর চালানোরও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সামনে এই ঘটনা ঘটে।
এতে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হাফিজুর রহমান রুমি এবং ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ফার্স্ট ইউজিভি আইসিটি কার্নিভাল ২০১৯ এর প্রস্তুতি চলছিল। একপর্যায়ে ওই ইউনিভার্সিটির ছাত্র ও ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের কয়েকজন ছাত্রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরে।
বিষয়টি ইউনিভার্সিটির পাশেই চায়ের দোকানে বসে থাকা বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারীসহ সম্পাদক হাফিজুর রহমান রুমির চোখে পড়লে তিনি গিয়ে তাদের থামিয়ে দেন।
একপর্যায়ে নিজেকে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার অনুসারী দাবি করে জোবায়ের রুমিকে মারধর করেন। পরে রুমির সহচরীরা বিষয়টি টের পেয়ে জোবায়ের ও তার সহচরীদের ওপর হামলা চালালে বিষয়টি সংঘর্ষে রুপ নেয়। এরপর রুমি নামের ওই ব্যক্তির লোকজন ভার্সিটিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ঘটনাস্থলে এলে আরো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এলেও উত্তেজনা না থামলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এছাড়াও বিদেশি ও নারী শিক্ষার্থীদের নিরাপদে তার গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
মেয়র সাদিক আব্দুল্লাহকে কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না জানান, সংঘর্ষকারী তার দলের লোক নয়। নির্বাচনের সময় কাজ করলেও পরে এলাকায় তাকে আর দেখা যায়নি।
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, বাইরে ঝামেলার পর হঠাৎ করেই কিছু লোকজন এসে ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments