বুধবার, মে ১, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় আলাদা দুটি ভ্রাম্যমান আদালতে ভিবিন্ন দোকানীকে অর্থ জরিমানা

উল্লাপাড়ায় আলাদা দুটি ভ্রাম্যমান আদালতে ভিবিন্ন দোকানীকে অর্থ জরিমানা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার আলাদা দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লাইসেন্স বিহীন দু’রাসায়নিক সার বিক্রেতাকে ২৫ হাজার টাকা এবং তিন খাদ্য দোকানীকে সাড়ে ৪ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে, উপজেলার অলিপুর বাজারে লাইসেন্স বিহীন রাসায়নিক সার বিক্রেতা রাসেদ ট্রেডার্স কে ১০ হাজার টাকা ও সন্তোষ কুমার কে ১৫ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ফসলের প্রায় ২০ কেজি বীজ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজ মঙ্গলবার সকালে এ আদালত পরিচালনা করেন। অপরদিকে ভোক্তা অধিকার আইনে মোহনপুরে বাসি দই ও মিষ্টি বিক্রির অপরাধে দু’ দোকানীকে ২ হাজার ৫শ টাকা ও শ্যামলীপাড়া মন্ডল হোটেলের মালিককে অপরিচ্ছন্নতার অভিযোগে ২ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষনের উপ- পরিচালক মাহবুবুর রহমান এ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলী আহম্মদ রতন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments