শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবন্দরগুলোতে আগে গোলযোগ লেগে থাকতো এখন আর তা নেই: নৌ প্রতিমন্ত্রী

বন্দরগুলোতে আগে গোলযোগ লেগে থাকতো এখন আর তা নেই: নৌ প্রতিমন্ত্রী

জয়নাল আবেদীন: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বন্দরগুলোতে আগে গোলযোগ লেগেই থাকতো এখন আর তা নেই। কাস্টম থেকে সকল ব্যবসায়ীদের সহযোগীতা করা হচ্ছে। বাংলাদেশকে উন্নয়নের ছাতার নীচে নিয়ে আসতে হবে। দেশ সু-শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। তিস্তা নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য চিনের সাথে কথাবর্তা চলছে। তিনি রবিবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কর দেয় বলে আমরা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি।পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বয়ানের এ যুগে বাণিজ্য হচ্ছে উন্নয়নের সবচেয়ে শক্তিশালী নিয়ামক। বাণিজ্যের প্রসার ও রাজস্ব আহরণে শুল্কায়ন ব্যবস্থাপনাকে আরো সহজতর করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অর্থনৈতিক মুক্তি অর্জন এবং দারিদ্র বিমোচনে ও দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য অভ্যন্তরীন সম্পদ বৃদ্ধির বিকল্প নেই। কাস্টমস‘র আয় বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবির (উত্তর পশ্চিম রিজিয়ন) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগরের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।এর আগে সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে বেলুন ও পায়ড়া উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments