বাগেরহাটে বৃদ্ধকে কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষ

শেখ সাইফুল ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জে নুরুল হক হাওলাদার(৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে তার। জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে রবিবার বিকেলে বড়পরী গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। গুরুতর জখমী হোসেন আলী হাওলাদারের ছেলে কৃষক নুরুল হক ও আলী আকবরকে প্রথমে পাশ্ববর্তী শরণখোলা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারপিটে আরও ৭/৮জন আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটি বেগম(৫৬), দুলু বেগম(৫০), আলী আকবর হাওলাদার(৬০)ফোরকান হাওলাদার ও ফরহাদকে(৩৮) শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাদি হয়ে প্রতিবেশী শহিদুল ঘরামীসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মারপিটের ঘটনায় দুই পক্ষ থেকেই দুটি অভিযোগ দায়ের হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  মাদারীপুরে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী কারাগারে
Previous articleযে গ্রামে সুন্দরী মেয়ে থাকার পরও ওই গ্রামে বিয়ে করতে চায় না ছেলেরা
Next articleসুন্দরগঞ্জে বাসতবাড়িতে বেপরোয়া হামলা, ৩ নারীসহ আহত ৫
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।