শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সহ ২জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সহ ২জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রদীপ অধিকারী: জয়পুরহাট জেলা জজ আদালতের আদেশ অমান্য ও লঙ্ঘন করায় জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবির সহ ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জয়পুরঘওহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম,এ, রব হাওলাদার। আদালত সূত্রে জানা যায়, জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে ৫নং এলাকা পরিচালক পদে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের প্রেক্ষিতে মাসুদ পারভেজ নামক এক ব্যক্তি জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রবিউল হক এবং প্রধান নির্বাচন কমিশনার মোঃ হেদায়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি সহকারী জজ আদালতে মামলা করেন। মামলার কারণে তিনি সংক্ষুদ্ধ হয়ে জেলা জজ আদালতে মিস আপিল মোর্কদ্দমা করেন। আদালত পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী এক মাসের মধ্যে পুন:তফশিল ঘোষনা করে নির্বাচন পরিচালনা করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ প্রদান করেন। এই আদেশ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও প্রধান নির্বাচন কমিশনার পাওয়ার পরও কার্যকর করেননি। আদালতের আদেশ অমান্য ও লঙ্ঘন করায় জনৈক ব্যক্তি জেলা জজ আদালতে একটি ভায়োলেশন মামলা দায়ের করেন। গত ৩০ জানুয়ারী উক্ত মামলার শুনানী শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ রব হাওলাদার জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রবিউল ইসলাম ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদয়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালত আগামী ৬ ফেব্রুয়ারী গ্রেফতারী প্রতিবেদন তামিল পূর্বক দাখিলের জন্য দিন ধার্য করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments