বাংলাদেশ প্রতিবেদক: ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কে ৫২ জন এসএসসি পরীক্ষার্থীকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আর এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা তথ্যটি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল ৯টার দিকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাসটি খাদ পড়ে যায়। এ সময় ৪০ জন আহত হয়েছে। এদর মধ্যে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।