সদরুল আইন: ঢাকার সাভারের একটি রিসোর্ট থেকে তিনজন নারীসহ সাত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার সাভারের অনুমোদনহীন মধুমতি মডেল টাউনের জিওন রিসোর্ট থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
তবে আটকদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।
পুলিশ জানায়, অবৈধ মধুমতি মডেল টাউনের ভিতরের জিওন রির্সোটের মালিক দীর্ঘদিন ধরে বিভিন্ন উঠতি বয়সী শিক্ষার্থীদের দিয়ে আসামাজিক কার্যকালাপ করাচ্ছেন এমন অভিযোগে আজ ওই রির্সোটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে।
আটক শিক্ষার্থীদের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।
তারা মদ্যপ অবস্থায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মধুমতি মডেল টাউনের ভিতরে বিভিন্ন রির্সোটে অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন অপরাধমূলক কাজ হচ্ছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।
এছাড়া ওই রির্সোটে মাদক সেবনসহ নানা অপরাধের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় পুলিশ অভিযান চালানোর পরে আবারও এর মালিক অসামাজিক কার্যকলাপ শুরু করেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।