শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালামায় ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন : ১৮ লাখ টাকা জরিমানা

লামায় ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন : ১৮ লাখ টাকা জরিমানা

নুরুল করিম আরমান: বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের বাদুরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ছাড়পত্র ও অনুমতি বিহীন ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়ে ১৮ লক্ষ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এতে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন, মো. কায়েসুর রহমান, মো. নাজমুল হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি নেতৃত্ব দেন। সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কোন ধরণের অনুমতি বিহীন অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা হয়েছে; এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ফাইতং ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় বাদুরছড়া এলাকার এফএসি ইটভাটাকে ৪ লাখ, এমএসবি ইটভাটাকে ৩ লাখ, এসডাব্লিউ ইটভাটাকে ৩ লাখ, এমএমবি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার, আইপিএম ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার ও কেএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানার করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জাকির হোসেন। একই সময় এসব ইটভাটাগুলো বুল ড্রোজারের মাধ্যমে গুড়িয়ে দেয় প্রশাসন। অভিযানে পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সহযোগিতা করেন। ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি সাংবাদিকদের বলেন, কোনো ধরনের নিয়ম-নীতি না মেনে এ ইট ভাটাগুলো চলছে বলে অভিযোগ রয়েছে। তাই অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওটা ইটভাটার চুলায় পানি দিয়ে নষ্ট করা হয়। এছাড়া স্কেভেটর দিয়ে কাঁচা ও পোড়া ইট নষ্ট করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments