মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে ঘুড়ি খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০

সোনারগাঁওয়ে ঘুড়ি খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘুড়ি খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় পুরস্কার বিতরণের জন্য তৈরী প্যান্ডেলের চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ভাংচুর করা হয়। এছাড়াও চেয়ার, টেবিল, সাউন্ড বক্স, মাইক ও ক্রেস্টসহ উপহার লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় , উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক গ্রামে ঘুড়ি খেলার আয়োজন করে স্থানীয় যুবকরা। উৎসব মুখর পরিবেশেই শুরু হয় খেলা। কিন্তু খেলার একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চান্দেরচক গ্রামের তরুণদের সাথে নয়াগাঁও গ্রামের তরুণদের কথাকাটাকাটির এক পর্যায়ে নয়াগাঁও গ্রামের ব্যবসায়ী হাজী আলাউদ্দিনের ছেলে হাজী ইয়া নবীর নেতৃত্বে লাঠিসোঠা, টেটা বল্লম, দা-ছুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে চান্দের চক গ্রামের তরুণদের উপর হামলা চালায়। হামলায় ফারুক, জুলেখা, রুনা, নিলুফা, সিফাতসহ ১০ জন আহত হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সোনারগাঁও থানার ও সি মনিরুজ্জামান জানায়, এমন ঘটনা লোকমুখে শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকার লোকজন বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments