সন্তানের পর চলে গেলেন মাও

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান রুশদির পথ ধরে বিদায় নিয়েছেন মা জান্নাতুল ফেরদৌসও।

রোববার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পোড়া ছিল। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

ঢামেক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তাকে রোববার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

Previous articleজটিলতা নিরসন : ৩২ জেলায় নিয়োগ পাচ্ছেন শিক্ষকরা
Next articleলিটনের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে বাংলাদেশের রান পাহাড়
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।