শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাজাতীয় স্কেলে বেতন ও উৎসবভাতাসহ বিভিন্ন দাবীতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

জাতীয় স্কেলে বেতন ও উৎসবভাতাসহ বিভিন্ন দাবীতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

জয়নাল আবেদীন: জাতীয় স্কেলে বেতন প্রদান, উৎসব ভাতা সহ বিভিন্ন দাবীতে শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট যত্ন-প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে এই প্রকল্পের রংপুর বিভাগের ১৮টি উপজেলা কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, দেশের অতি দরিদ্র ৭ জেলার ৪৩ টি উপজেলার ৪শ৪৩ ইউনিয়নে অতি দরিদ্র প্রায় ৬ লাখ অন্তঃসত্তা নারী ও শূন্য থেকে ৬০ মাস বয়সী শিশু এবং তাদের মায়েদের সেবা দিয়ে আসছে এই প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা নিরল ভাবে কাজ করে গেলেও তাদের জাতীয় স্কেলে বেতন প্রদান, উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। এতে করে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে তাদেরকে সরকারের রাজস্ব খাতে আওতাভুক্ত করার দাবি জানান। বক্তারা বলেন, প্রকল্প কর্মীদের দক্ষতা, মেধায় উপকারভোগীরা সরাসরি উপকৃত হচ্ছেন। বিশেষ করে রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার ১৮টি উপজেলার অন্তসত্তা নারী ও শূন্য থেকে ৬০ মাস বয়সী শিশু এবং মায়েদের সেবা দিয়ে আসছে। অবিলম্বে তাদের রাজ¯ ^খাত থেকে বেতন প্রদানসহ সরকারী সকল সুযোগ সুবিধার দাবিী জানান। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন এমদাদুল হক, সৈয়দ সামস, আয়শা সরকার শফিকুল ইসলাম ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments