বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ৪ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের ৮০ হাজার টাকা জরিমানা

চান্দিনায় ৪ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের ৮০ হাজার টাকা জরিমানা

ওসমান গনি: করোনা ভাইরাসের কারনে মালামালের বৃদ্ধির অজুহাত দেখিয়ে কুমিল্লার চান্দিনায় অতিরিক্ত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার দায়ে, গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চালের আড়ৎসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা করে ৮০ হাজার জরিমানা করা হয়েছে।
চান্দিনা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, গত কয়েকদিন যাবত চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি ও গুদামজাতকরনের সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও অনুরূপ অভিযান চালানো হবে। এ সময় তিনি গুজবে কান না দিয়ে জনসাধারণকে অতিরিক্ত পণ্য না কেনারও আহ্বান জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments