বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে সেনাবাহিনীর টহল

চান্দিনায় করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে সেনাবাহিনীর টহল

ওসমান গনি: করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশি ও বিদেশ ফেরত লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকার শতভাগ নিশ্চিত করতে সরকারী সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনা উপজেলায় স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বশির আহম্মেদ এর নেতৃত্বে ১২জনের সেনাবাহিনীর টিম শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নীতিমালা ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির ঘোষণা অনুযায়ী পুরো উপজেলার সকল হাট-বাজারে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মুদি, ঔষধ ও কাঁচা বাজার ছাড়া প্রায় সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ২৫ মার্চ থেকে। জরুরী কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছে কিনা তা নজর রাখছে চান্দিনা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন।

২৭ মার্চ সকাল থেকে চান্দিনা উপজেলা জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এর সাথে চান্দিনা উপজেলা সদরে বিভিন্ন স্থানে টহল দিয়ে জন সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন সেনা সদস্যরা। এসময় তাদেরকে হ্যান্ড মাইকে সচেতনতা মূলক বিভিন্ন তথ্য জনগণকে জানাতে দেখাগেছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন- শুক্রবার সকাল থেকে সেনাসদস্যরা চান্দিনায় কাজ করছে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার বশির আহম্মেদ এর নেতৃত্বে ১২জনের সেনাবাহিনীর টিম উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে জনসমাগম কমাতে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে করে যাচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments