শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফল হাসপাতালে ব্যাক্তি উদ্যোগে পিপিই প্রদান

বাউফল হাসপাতালে ব্যাক্তি উদ্যোগে পিপিই প্রদান

অতুল পাল: করোনা ভাইরাস থেকে চিকিৎসকদের নিরাপদ থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য বাউফলের নাজিরপুর ইউনিয়নের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি একেএম জহিরুল হক বাউফল হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই প্রদান করেছেন। আজ রোববার দুপুরে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক বিচারপতির পক্ষে বাউফল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহার কাছে ১৬টি পিপিই হস্তান্তর করেন। এসময় হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ডা. প্রশান্ত কুমার সাহা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাউফল হাসপাতালে ১২০টি পিপিই দেয়া হয়েছে। এখন বাউফল হাসপাতালের চিকিৎসকরা নিরাপদে কাজ করতে পারবেন। তিনি আরো জানান, বাউফলে বর্তমানে ৭০ জন কোয়ারেন্টামে আছেন। বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক বলেন, বাউফলে করোনার প্রভাব থেকে রেহাই পেতে সাংবাদিকরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। করোনা থেকে মুক্তি পেতে সমাজকে উদ্বুদ্ধ করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সাংবাদিকদের সক্রিয় থাকার আহবান জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments