শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবেনাপোল দিয়ে দেশে ফিরেছে ভারতে আটকে পড়া আরো ৪৪ বাংলাদেশী

বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ভারতে আটকে পড়া আরো ৪৪ বাংলাদেশী

শহিদুল ইসলাম: লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৪৪ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন বাংলাদেশে। বেনাপোলে নতুন করে আজ প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টাইনের উদ্বোধন করার প্রতিবাদে বাইপাশ সড়কে বিভিণ্ন শ্রেনী পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। ফলে বেনাপোল বন্দর এলাকায় বসবাসরত সাধারন মানুষের মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে। গত ৪ দিনে এ পর্যন্ত ১৮৫ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষোয় রয়েছে।

তবে শনিবার সকালে ভারত থেকে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। আজ সোমবার দুপুরে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, সাথে ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। আজ ফিরে আসা ৪৪ জনের মধ্যে ৪০ জনকে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে রাখা হয়েছে। ২ জনকে যশোর সদর হাসপাতালে ও অপর ২ জনাকে শার্শা উপজেলা হাসপাতালে রাখা হয়েছে।
যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, ভারত থেকে আসা ৪৪ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদেরকে শার্শা উপজেলা কেন্দ্রের অস্থায়ী কোয়ারন্টাইনে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। এদের মধ্যে ২জন ক্যান্সার রোগী ও তাদের ২জন সহযোগীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ অস্থায়ী কোয়ারন্টাইনে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments