শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ত্রাণের নামে সাবেক ছাত্রলীগ নেতার চাঁদাবাজি, প্রতিবাদ করায় মারধর

রায়পুরে ত্রাণের নামে সাবেক ছাত্রলীগ নেতার চাঁদাবাজি, প্রতিবাদ করায় মারধর

বাংলাদেশ প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে করোনায় গৃহবন্দি হয়ে পড়া শ্রমজীবিদের ত্রাণ দিতে সাবেক ছাত্রলীগ নেতা পাপেল মাহমুদের বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইজবুকে) রায়পুরে সাবেক এক নেতা কর্মীদের কাছে টাকা চাচ্ছেন, ত্রাণ বিতরণের জন্য এমন স্ট্যাটাস দেয়ায় রাসেল মাহমুদ নামে কর্মীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেছে পাপেল। বুধবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার মিতালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আহত রাসেল রায়পুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক। এদিকে রায়পুরে ত্রাণ বিতরণের জন্য ব্যবসায়ীরা যেন কাউকে চাঁদা না দেয়, সেজন্য রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসমাইল খোকন সম্প্রতি মাইকিং করিয়েছেন। পৌরসভার মধ্যে এ মাইকিংয়ের ঘটনায় তিনি বেশ প্রশংসিতও হয়েছেন। জানা গেছে, পাপেল উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন রাসেলের কাছ থেকে ৮ হাজার টাকা ধার নিয়েও তা ফেরত দেয়নি। পাপেল আবারো ইউনিয়ন নেতা রাসেলের কাছ থেকে ত্রাণ বিতরণের নামে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় বারবার তাকে বিরক্ত করছিল পাপেল। বুধবার (৮এপ্রিল) দুপুর ২টা ১৪ মিনিটে রাসেল তার ব্যক্তিগত ফেইজবুক আইডিতে ‘রায়পুরে সাবেক এক নেতা কর্মীদের কাছে টাকা চাচ্ছেন, ত্রাণ বিতরণের জন্য’ লেখাটি পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার সময় পাপেল মিতালি বাজার তার বড় ভাইয়ের শশুর মাহফুজুল ইসলামের মুদি দোকানে রাসেলকে ডেকে এনে স্ট্যাটাসটি মুছে ফেলার জন্য হুমকি দেয় এবং একপর্যায়ে পাপেলসহ তার বড় ভাই ও চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে রাসেলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। আহত ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ বলেন, দায়িত্বে থাকাকালিন সময় পাপেল আমার থেকে ৮ হাজার টাকা নিয়েও তা এখনো ফেরত দেয়নি। এখন আবার ত্রাণ বিতরণের নামে ৫ হাজার টাকা চেয়েছেন। এ ঘটনায় কারো নাম না উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছি। এতে পাপেলসহ তার বড়ভাই ও চাচাতো ভাইকে নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমি এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি নিয়েছি। অভিযোগ অস্বীকার করে উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি পাপেল মাহমুদ মুঠোফোনে জানান, রায়পুর ইউনিয়নের আহবায়ক রাসেলের সঙ্গে কার কি ঘটেছে আমি তা জানি না। আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। সে আমার বড় ভাইয়ের আত্মীয় হন। তাদের মধ্যে যদি কোন সমস্যা হয়ে থাকে, সেটি তাদের ব্যাপার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments