বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, যাত্রীসহ দুই ট্রলার চালক আটক

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, যাত্রীসহ দুই ট্রলার চালক আটক

অতুল পাল: করোনো ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে বাউফল থেকে ভোলায় যাত্রী পারাপার করতে যাওয়ায় পাঁচ যাত্রীসহ দুই ট্রলার চালককে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আজ রোববার দুপুরে তেঁতুলিয়া নদীর কালাইয়া পয়েন্ট থেকে ট্রলারসহ এদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এদেরকে আর্থিক দন্ড দেয়া হয়েছে। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস.আই.মো.সোহাগ ফকির জানান, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে নৌ কিংবা সড়ক পথে খাদ্য সামগ্রী, ওষুধ, নিত্যপণ্য এবং কাঁচামাল পরিবহন ব্যতিত অন্য কোন মালামাল এবং যাত্রী পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার মো. কবির হোসেন এবং বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহাবুদ্দীন মুন্সি নামের দুই ট্রলার চালক কালাইয়া লঞ্চঘাটের পূর্বপাশ থেকে গোপণে পাঁচজন যাত্রী নিয়ে ভোলার নাজিরপুর এলাকায় যাচ্ছিল। এ খবর পেয়ে তেঁতুলিয়া নদীতে টহলরত কালাইয়া নৌ পুলিশের দল তাদেরকে তেঁতুলিয়া নদীর কালাইয়া পয়েন্ট থেকে ট্রলারসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। পরে কোথাও যাবে না মর্মে স্বীকারোক্তি নিয়ে যাত্রীদের বাড়ি ফিরিয়ে দেয়া হয়। এরপর বাউফলের সহকারি কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালি এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কবির হোসেনকে এক হাজার এবং শাহবুদ্দীনকে পাঁচশত টাকা জরিমানা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments