শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকালকিনিতে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল জব্দ, ইউপি সদস্য আটক

কালকিনিতে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল জব্দ, ইউপি সদস্য আটক

আরিফুর রহমান: মাদারীপুর মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বস্তা গুলোতে ৪৫০ কেজি চাল রয়েছে বলে জানাগেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তম বিশ্বাস সরকারি ১০ টাকা কেজি দরের ১৫ বস্তা চাল আত্মসাতের জন্য তার বাড়ির পাশের আত্মীয়- স্বজন ও ঘনিষ্ঠদের বাড়িতে নিয়ে রাখেন। শনিবার রাতে স্থানীয়রা চাল রাখা বাড়িগুলো অবরুদ্ধ করেন এবং পুলিশকে খবর দেন। এছাড়া এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি বাড়ি থেকে ওই চাল উদ্ধার করে এবং অভিযুক্ত ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করে। ১৫ বস্তা চালের মধ্যে শনিবার রাতে উত্তর চলবল গ্রামের প্রকাশ বাড়ৈর বাড়ি থেকে ৩ বস্তা ও উত্তম সরকারের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া রবিবার উত্তর শশিকর গ্রামের স্বপন বাড়ৈর বাড়ি থেকে ৮বস্তা চাল উদ্ধার করা হয়। নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভুতিভূষণ বাড়ৈ জানান, স্থানীয়দের কাছ থেকে চাল আত্মসাতের খবরটি শুনে ডাসার থানা পুলিশকে জানাই। ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব মিয়া জানান, আটক ইউপি সদস্যর বিরুদ্ধে আমরা নিয়মিত আইনে মামলা করছি। এর সাথে আরও লোক জরিত আছে তাদের আইনের আওতায় আনা হবে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,চাল আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments