আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিম্নআয়ের কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। সোমবার পরিষদ চত্ত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীনদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুইশত পরিবারকে দেওয়া সরকারি খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ও ১টি হুইল সাবান। এসময় উপস্থিত ছিলেন ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিন্ধসঢ়;চু,সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কার্তিক চন্দ্র সাহা, ক্ষেতুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গফুর, সহসভাপতি জয়নুল আবেদীন ,সাঁথিয়া পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলী, ইউপি সদস্য আয়নাল হক, সেলিম মিয়া, সাজিদ হাসান জিকো প্রমূখ