হুমায়ুন কবির: সিএনজি চালাতে পারছিনা তাই তিন দিন ধরে ঘরে খাবার নেই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক সিএনজি চালক এমন স্ট্যাটাস দেখে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন যুব মহিলা লীগ নেত্রী।
ঘটনাটি:নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের এক সিএনজি চালক নাম তার “আলী আমজাদ আলীম”তিনি তার ফেইসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন গত তিন ধরে ঘরে খাবার নেই অামাকে সাহায্য করুন,!
এই স্ট্যাটাসটি সোমবার (২০এপ্রিল)রাতে কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসানের দৃষ্টিতে পরে।
পরে তিনি বিষয়টি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারন সম্পাদক অধ্যাপিকা অপু উকিল’কে জানানো হলে।
অপু উকিল’এর দিকনির্দেশনায় এবং স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এর পক্ষে খাদ্য সামগ্রী পোঁছে দেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান।
এ বিষয়ে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান বলেন,অামি রাতে ফেইসবুকে দেখতে পাই “আলী আমজাদ আলীম” নামে একটি ফেইসবুক আইডিতে একটি লেখা পোস্ট করে লিখেছেন।
“আমি এক সি এন জি চালক ৩ দিন ধরে আমর ঘরে কোন খাবার নেই তাই দেশের নেতা দের ও আইনের লোকদের বলছি আমাকে কেউ সাহায্য করুন”।
এমন একটি লেখা দেখে অামি অধ্যাপিকা অপু উকিল কে বিষয়টি জানাই।
এসময় অপু উকিল তিনি অামাকে বলে ওই সিএনজি চালকের বাড়িতে খাদ্য সামগ্রী পোঁছে দিতে তাই রাতেই ওই সিএনজি চালকের বাড়িতে খাদ্য সামগ্রী পোঁছে দিয়েছি।