সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার দূর্গানগর ইউনিয়নের একটি ওয়ার্ডের কর্মহীন ৩শ ৫০ জনের মাঝে সরকারি চাউল বিতরণ করা হয়েছে। বালসাবাড়ীর স্থানীয় হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দুপুর সাড়ে বারোটায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়। প্রতিজনকে ৭ কেজি করে চাউল দেওয়া হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যাগ অফিসার মোঃ ইউসুফ আলী, মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, দূর্গানগর ইউপি চেয়ারমন্যা মোঃ আফসার আলী, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সলপ ইইনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।