এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে মারধর করে কৃষক বেল্লাল প্যাদার (৪০) তরমুজ বিক্রির প্রায় দের লক্ষ টাকা লুট করে নেয়া হয়েছে। সোমবার দুপুরে এ হামলায় ঘটনায় গুরুতর আহত বেল্লালকে স্থানীয়রা উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কৃষক বেল্লাল মোল্লা বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, কৃষক বেল্লাল মোল্লা সোমবার দুপুরে তরমুজ বিক্রির এক লাক্ষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার সময় পথিমধ্যে একই এলাকার বশার মোল্লা, হিরন মোল্লা, আনোয়ার মোল্লা ও জাকারিয়া দেশীয় আস্র নিয়ে তার উপড় হামলা চালায়। এসময় তাকে বেদম মারধর করে টাকা লুট করে নিয়ে যায় তারা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।