সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলানরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রতিবেদক: নরসিংদীর দুইজন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে ‘ফেসবুক স্ট্যাটাসে বিরূপ মন্তব্য’ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার শহরের সাটিরপাড়া এলাকার আ. বাছেদের ছেলে নুরে আলম নামের একজন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় এ মামলা করেন।

এ মামলায় আসামি করা হয়েছে-বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের নরসিংদীর প্রতিনিধি হৃদয় খান ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক শফিকুল ইসলাম। এ দুই সাংবাদিক সম্পর্কে পিতা-পুত্র।

হৃদয় খান বলেন, “মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন যে আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম হিরু এবং এস এম কাইয়ুম এর নাম ব্যবহার করে মানহানীকর স্ট্যাটাস প্রদান করি।

“কিন্তু আমি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এরকম কোন স্ট্যাটাস দিইনি।”

তবে বক্তব্য নেওয়ার জন্য মামলার বাদীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments