বাংলাদেশ প্রতিবেদক: নরসিংদীর দুইজন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে ‘ফেসবুক স্ট্যাটাসে বিরূপ মন্তব্য’ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার শহরের সাটিরপাড়া এলাকার আ. বাছেদের ছেলে নুরে আলম নামের একজন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় এ মামলা করেন।
এ মামলায় আসামি করা হয়েছে-বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের নরসিংদীর প্রতিনিধি হৃদয় খান ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক শফিকুল ইসলাম। এ দুই সাংবাদিক সম্পর্কে পিতা-পুত্র।
হৃদয় খান বলেন, “মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন যে আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম হিরু এবং এস এম কাইয়ুম এর নাম ব্যবহার করে মানহানীকর স্ট্যাটাস প্রদান করি।
“কিন্তু আমি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এরকম কোন স্ট্যাটাস দিইনি।”
তবে বক্তব্য নেওয়ার জন্য মামলার বাদীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।