শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনায় মৃত্যু ১ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই , আক্রান্ত ২৫ লক্ষাধিক

করোনায় মৃত্যু ১ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই , আক্রান্ত ২৫ লক্ষাধিক

বাংলাদেশ ডেস্ক: সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই মহামারিতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লক্ষ ৭৫ হাজার। গত ২৪ ঘণ্টায় ৭,০৬২ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫৭ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৭৭,৪৫৯ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫৫ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৫৪ জন মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৯০ হাজার ২২৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লক্ষ ৮৮ হাজার ৭৫ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৭,২৫৪ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ২,৮০৪ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪৫,৩১৮ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লক্ষ ১৮ হাজার ৭৪৪ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৯২৩ জন ব্যক্তি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২৫ জন।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১,২৮২ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ১৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৮ জন।

অন্যদিকে, ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৪,৬৪৮ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৯৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০০ জন। আর, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭২৯ জন।

এছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৫৩১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২০,৭৯৬ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৫০ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ১৮১ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২,৬৬৭ জন।

তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮২৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৩০১ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৭,৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ইউরোপের আরেক দেশ তুরস্কতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫,৫৯১ জন। তবে, সুস্থ হয়েছেন ১৪,৯১৮ জন। আর, দেশটিতে মৃত্যু ঘটেছে ২,২৫৯ জনের। দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম। তবে, বেলজিয়াম ও জার্মানিতে ক্রমাগত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেলজিয়ামে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭০ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৫,৯৯৮ জনের মৃত্যু হয়েছে। আর, জার্মানিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,০৮৬ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩৮৮ জন।

আর, করোনার সূচণা যেখানে হয়েছিলো সেই চীনে আগের দিনের মত গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। আর, নতুন আক্রান্ত হয়েছেন ১১ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮২,৭৫৮ জন ও মৃতের সংখ্যা ৪,৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ১২৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,৩৮২ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments