সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় স্কয়ারের সহযোগিতায় ১১‘শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনায় স্কয়ারের সহযোগিতায় ১১‘শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কামাল সিদ্দিকী: দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ারের সহযোগিতায় আজ বুধবার পাবনা সদর উপজেলার হামচিয়াপুর উচ্চবিদ্যালয় মাঠে মালঞ্চি ইউনিয়নের ১১‘শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো পাবনা জেলা যুবলীগ। সকালে স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রধান অতিথি হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, আত্নঘাতি ভাইরাস করোনার কারণে দেশের মানুষকে সহায়তা করতে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সহায়তার আহবান জানানো হয়েছে। সেই আহবানে সাড়া দিয়ে স্কয়ার গ্রুপ পাবনা জেলা যুবলীগ, আটঘরিয়া উপজেলা পরিষদ, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ ও আটঘরিয়া পৌরসভার এবং সুজানগর উপজেলা পরিষদের মাধ্যমে ইতোমধ্যে ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। দেশের দরিদ্র অসহায় দিনমুজুর সাধারন মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। ইতোমধ্যে পাবনা পৌর এলাকায় জেলা যুবলীগের মাধ্যমে ৫ হাজার, আটঘরিয়া উপজেলা পরিষদের মাধ্যমে ১০ হাজার এবং সুজানগর উপজেলা পরিষদের মাধ্যমে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার স্কয়ার গ্রুপ পাবনা জেলা যুবলীগের মাধ্যমে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ওয়ার্ডের ১১‘শ পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ হলো। পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি বলেন, খেটে মানুষের কষ্ট লাঘবে স্কয়ার গ্রুপ ইতোমধ্যে পাবনা পৌর এলাকায় যুবলীগের মাধ্যমে ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক বলেন, প্রতিটি মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে যুবলীগের সকল কর্মিকে কাজে লাগানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, নির্বাহী সদস্য ফাহিমুল কবির খান শান্ত, মালঞ্চি ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments