সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের করোনা ভাইরাস পজেটিভ যুবকটিকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ থেকে তার বাড়ীতে গিয়ে তাকে পুরোপুরি আলাদাভাবে হোম কোয়ারেনটাইনে রাখার ব্যাবস্থা করা হয়। আজ বুধবার পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজউদ্দিন ও স্বাস্থ্য বিভাগের একটি সুএ এ তথ্য নিশ্চিত করেছেন।গতকাল রাতে কাজীপাড়ায় যুবকটির বাড়ীতে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃআনোয়ার হোসেন , মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস । এসময় পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন । স্বাস্থ্য বিভাগের সুএটি আরো জানায় যুবকটির পরিবারের ক’জন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হবে।