শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeসম্পাদকীয়লকডাউন যেন লসডাউন না হয়

লকডাউন যেন লসডাউন না হয়

নাজমুল হক: কোভিড ১৯ সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমানোর জন্য (অঘোষিত) লকডাউনের বিকল্প ছিল না। তবে আমাদের দেশে ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির, গির্জা) বাদে আর কোথাও পরিপূর্ণ লকডাউন মানছে না। রাস্তাঘাট , বাজার , বাসার ছাদ বা মহল্লার দোকানগুলোর দিকে তাকালে মনে হয়নি ভয়ঙ্কর সঙ্কটের সম্মুখীন আমরা। সংক্রমণের ৪৫ দিন পর এসে দেশে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু সংখ্যাও ১০০ অতিক্রম করেছে। একই সময়কাল বিবেচনায় নিয়ে বিশ্বের আরও ৫টি দেশের সঙ্গে সংক্রমণ পরিস্থিতির তুলনামূলক বিশ্নেষণে দেখা যায়- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ভারতের চেয়ে সংক্রমণ শুরুর ৪৫ দিনের মাথায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি (তথ্যসূত্র বিবিসি)।
প্রথম ৪৫ দিনে আক্রান্ত মৃত্যু
ভারত ১০০ ২
যুক্তরাষ্ট্র ৩১৯ ১৫
ফ্রান্স ১৪১২ ৩০
যুক্তরাজ্য ১৫৪৩ ৫৫
জার্মান ২৭৪৫ ৬
বাংলাদেশ ৩৩৮২ ১১০

আমাদের স্বাস্থ্যমন্ত্রীও সেদিন বললেন লকডাউন ঠিকমতো কাজ করছে না। অথচ লকডাউনের মেয়াদ (সাধারন ছুটি) বৃদ্ধি করে ৫ মে পর্যন্ত করা হয়েছে পরেরদিন বৌদ্ধপূর্ণিমা সরকারি ছুটি তার পরেরদিন বৃহস্পতিবার সম্ভাব্য ছুটি ধরলে (কর্মদিবসের সম্ভবনা খুবই ক্ষীণ) টানা ৪৫ দিন (জরুরী সেবা ছাড়া) কর্মহীন পুরোদেশ আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ টানা ৫৫ দিন। তাছাড়া আমরা মাত্র সংক্রমণের চুড়ান্ত পর্য়ায়ের দিকে যাচ্ছি তাই সহসাই লকডাউন উঠানোর মতো ঝুঁকি সরকার নিবে কিনা জানিনা ? আরো কতদিন লকডাউন চলবে বলা যায় না। তবে এইটি স্থায়ী সমাধান না , দ্রুত এর বিকল্প ছাড়া কোন উপায় নেই। কারন লকডাউনের জেরে কোভিড ১৯ পরবর্তী বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ যেখানে লক্ষ লক্ষ শিশু খাদ্যাভাবে মারা যাবে। অনাহারে তিন কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব খাদ্যে সংস্থা (WFP)। তাছাড়া ILO জানিয়েছে ৩৩০ কোটি কর্মক্ষম মানুষ আংশিক বা পুরোপুরি বেকার হওয়ায় সম্ভবনা রয়েছে। সারাবিশ্বের ২৩ ট্রিলিয়ন ডলার ইতোমধ্যে হাওয়ায় মিশে গেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (IMF) জানিয়েছে ৬০ বছরের মধ্যে এই প্রথম এশিয়ায় শূন্য প্রবৃদ্ধি হবে। বিশ্লেষকদের মতে অনেক দেশের ক্ষতির পরিমাণ হবে GDP এর ২-১০% সর্বোচ্চ শতকরায় হিসাব করলে শুধু বাংলাদেশের ক্ষতি হবে আড়াই লাখ কোটি টাকারও বেশি অর্থাৎ ২০১৫ সালের বার্ষিক বাজেটের সমান। ১৯৩০ সালের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার চেয়েও ভয়ঙ্কর হতে পারে এবারের মহামন্দা , যার চাপে ২০% শিল্প দেউলিয়া হতে পারে। তারমানে কোভিড ১৯ পরবর্তী বিশ্বকে আরেক ভয়ঙ্কর প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারের জিডিপি ১০০ বিলিয়ন ডলার জড়িত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে । বাংলাদেশের অর্থনীতির মূল দুটি উপাদান রেমিটেন্স ও তৈরিপোশাক আন্তর্জাতিক বাণিজ্যের অংশ , যা বর্তমানে অত্যান্ত ঝুঁকিতে আছে। আমাদের তৈরি পোশাকের মূল ক্রেতা ইউরোপ ও আমেরিকার অবস্থা টালমাটাল তাদের অর্থনীতিও বেসামাল। যার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে তৈরি পোশাক খাতে ৩০০ কোটি ডলার বা ২৫০০০ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল হয়েছে। এপ্রিলের ১৫ দিনে পোশাক রফতানি কমেছে ৮৪%। আর রেমিটেন্সের স্বর্গরাজ্য বলা হয় যে মধ্যপ্রাচ্যকে সেখানে তৈরি হয়েছে আরেক নতুন সংকট। কিছুদিন আগে যে তেলের ব্যারেল ছিল ৬৫ ডলার , বিশ্বব্যাপী টানা লকডাউনে এবং বিশ্বে তেলের প্রধান দুই উৎপাদনকারী দেশ রাশিয়া ও সৌদিআরবের দ্বন্দের জেরে তা এখন বিশ্বের ইতিহাসে সর্বনিম্ন শূন্য ডলারের নিচে নেমে মাইনাস (-)৩৭.৬৩ ডলারে নেমে গেছে।অর্থাৎ কেউ ১ ব্যারেল তেল ক্রয় করলে তাকে ফ্রি তেলের সাথে আরো ৩৭.৬৩ ডলার দেওয়া হবে। কারন উৎপাদন এতোবৃদ্ধি পেয়েছে যে তেল মজুদের কোন জায়গা নেই। বিশ্লেষকদের মতে চরম অর্থ সংকটে পরতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এর জেরে চাকরি হারিয়ে বাংলাদেশের ফিরে আসতে পারে লক্ষ লক্ষ শ্রমিক। যার কিছু লক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ১৫০০০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় মধ্যপ্রাচ্য। আমাদের আরেকটি বড় দুর্বলতা অর্থনীতিকে গ্রামমুখী করতে না পারা অর্থাৎ এক কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক অর্থনীতি। করোনাভাইরাস সংক্রমণের হটস্পট এখন ঢাকা , দেশে কোভিড ১৯ আক্রান্তের অর্ধেকের বেশি রোগী এখানে। ঢাকা অবরুদ্ধ বা লকডাউন মানে বাংলাদেশই অচল। আমাদের দেশের অর্থনীতি , রাজধানী নির্ভর তাছাড়া ব্যাংক তহবিলের ৬০% বিনিয়োগ হয় ঢাকায় ২০% চট্টগ্রামে বাকি ২০% সমগ্র বাংলাদেশে। অর্থনীতির প্রান কেন্দ্র ঢাকা এখন বেসামাল। তাছাড়া এমন এক সময় দেশে করোনার আঘাত এসেছে , যখন অর্থনীতি এক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায়। বিগত সময়ে রেমিটেন্স ছাড়া সব সূচকই ছিল নিম্নমুখী। ব্যাংকিং খাত এখন এতোটাই নাজুক যে অনেক ব্যাংকেরই প্রয়োজন প্রণোদনার। অথচ ৭৮ হাজার কোটি টাকার ঘোষিত প্রণোদনার ৯৩.৩ % এই ব্যাংকের ঋণের উপর নির্ভরশীল। বিশ্বব্যাংকের বিশ্লেষণে ১৯৮৮ সালের পর দীর্ঘ ৩২ বছর পর বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে কম অর্থাৎ ৩% নিচে নেমে যেতে পারে অথচ গতবছর আমাদের প্রবৃদ্ধি ছিল ৮.২%।পিপিআরসি-বিআইজিডির যৌথ জরিপ থেকে জানা যায় ঢাকা শহরের ৭১% শ্রমজীবী ইতোমধ্যে কাজ হারিয়েছে। যদি লকডাউন আরো দীর্ঘ হয় তবে শ্রমজীবী বা নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্তদের অবস্থা শোচনীয় হবে। ভেঙ্গে যেতে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাপ্লাই চেইন। তখন নিত্যপ্রয়োজনীয় পণ্যর ক্রয়মূল্য হবে আকাশচুম্বী , তৈরি হবে ভয়াবহ খাদ্যে সংকট। যার দরুন অনেকে আগেভাগে “প্যানিক বায়িং” বা প্রয়োজন অতিরিক্ত কেনাকাটা করছে যার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যেমূল্য ইতোমধ্যে উর্ধ্বমুখি।
লকডাউন প্রত্যাহার বা শিথিল করার আগে ছয়টি শর্ত পূরণের তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব শর্তের প্রেক্ষিতে বাংলাদেশে কোথায় দাঁড়িয়ে।শর্ত ৬টি নিম্নরুপ
১. রোগ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে
২.দেশের স্বাস্থ্য বিভাগ প্রতিটা রোগীকে শনাক্ত, পরীক্ষা, আইসোলেশন আর চিকিৎসা এবং সংস্পর্শে আসা প্রত্যেককে শনাক্ত করতে সক্ষম
৩.নার্সিংহোমের মতো সেবা কেন্দ্রগুলোর মতো নাজুক স্থানগুলোয় ঝুঁকি নিম্নতম পর্যায়ে নামিয়ে আনা
৪. স্কুল-কলেজ, অফিস-আদালত ও অন্যান্য দরকারি স্থানে সুরক্ষামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা
৫.বাইরে থেকে আসা নতুন রোগীদের সামলানো
৬. সমাজের বাসিন্দারা পুরোপুরি সচেতন,সতর্ক ও নতুন জীবনযাপনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।তথ্যসূত্র বিবিসি

জ্বর,সর্দি-কাশিসহ নানা উপসর্গ নিয়ে স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের দেয়া টেলিফোন হটলাইন নম্বরে এ পর্যন্ত ২৯ লাখের বেশি কল এসেছে।২১শে এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮জনের (তথ্যসূত্র B.B.C) তার মানে কোভিড ১৯ সন্দেহের মধ্যে থেকে টেষ্ট হয়েছে মাত্র ১%। অথচ ৮ কোটি জনসংখ্যার দেশ জার্মানিতে প্রতিদিন পাঁচ লাখ মানুষের পরীক্ষা করা হয় , ১৭ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশে সেখানে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে প্রায় তিন হাজার মানুষকে।বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই চিকিৎসক এবং নার্স সহ স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন।বাংলাদেশে এ পর্যন্ত ২০৫ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি নার্স।সংগঠনটির তথ্য অনুযায়ী দেশটিতে এখন সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৭৫ হাজার চিকিৎসক রয়েছেন এবং নার্সের সংখ্যা ৩২ হাজারের মতো হবে।স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের যদি এই হার অব্যাহত থাকে, তাহলে ১৫ থেকে ২০দিন পর স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়বে (তথ্যসূত্র বিবিসি)। WHO এর লকডাউন প্রত্যাহারের ৬টি শর্ত পূরণের কোন ধাপে আমরা সহজেই অনুমান করা যায়। বাংলাদেশ তথা বিশ্বে এমন পরিস্থিতি একেবারে নতুন তাই Trial & Error মেথডে অর্থাৎ ভুল-শুদ্ধির সমন্বয় করে এর সমাধান চলে আসবে। তাই গরীব মারা লকডাউনের বিকল্প ভাবতে হবে এখনি।

নাজমুল হক
প্রভাষক ও কলামিস্ট
বনানী বিদ্যানিকেতন কলেজ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments