শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলাকরোনাভাইরাস: সুনামগঞ্জে একদিনে ২২ জন শনাক্ত

করোনাভাইরাস: সুনামগঞ্জে একদিনে ২২ জন শনাক্ত

বাংলাদেশ প্রতিবেদক: সুনামগঞ্জে একদিনে ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার মধ্য দিয়ে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা ৫৮ জনে দাঁড়াল।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, সিলেট ল্যাব থেকে আসা ফলাফলে মঙ্গলবার জেলায় ২২জনের করোনাভাইরাস পজেটিভ আসে। এর মধ্যে তাহিরপুর উপজেলার ৬ জন, শাল্লা উপজেলার ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪ জন, দিরাই উপজেলার ৩ স্বাস্থ্যকর্মী, ছাতক উপজেলার ৩ জন ও বিশ্বম্ভরপুর উপজেলার ১ চিকিৎসক রয়েছেন।

এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ৫৮ করোনাভাইরাসে আক্রান্ত হলেন।তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান শামস উদ্দিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments