বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাযশোরে ৭ চিকিৎসকসহ ১২ জনের করোনা শনাক্ত

যশোরে ৭ চিকিৎসকসহ ১২ জনের করোনা শনাক্ত

বাংলাদেশ প্রতিবেদক: যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় সাতজন চিকিৎসক, তিনজন স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর সিভিল সার্জনের কার্যালয় থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নমুনা সংগ্রহকারীসহ তিনজন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স এবং যশোর জেনারেল হাসপাতাল, শার্শা ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুজন করে চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদিকে গতকাল রাতে অভয়নগর উপজেলার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন কার্যালয়ের গণমাধ্যম মুখপাত্র ও চিকিৎসা কর্মকর্তা মো. রেহেনেওয়াজ বলেন, ‘২৪ ঘণ্টায় যশোরে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের হাসপাতালের আইসোলেশনে রাখা হবে নাকি বাড়িতে রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমাদের দল মাঠে কাজ করছে।’

যশোরে এ পর্যন্ত মোট ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন চিকিৎসকসহ ৩৫ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments