শনিবার, মে ১১, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় পল্লী বিদ্যুতের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎত সমিতির অয়ৌক্তিক এবং ভৌতিক বিলসহ সীমাহীন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বুধবার বেলা সাড়ে এগারটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানববন্ধন ও প্রতিবাদ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ কর্মসূচীর আয়োজন করে কলাপাড়া নাগরিক উদ্যোগসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন । এসময় বক্তব্য রাখেন নাগরিক উদ্যেগের সভাপতি কমরেড নাসির তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, আতাজুল ইসলাম। বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি মার্চ ও এপ্রিল মাসের বিল একত্রে প্রদান করে এবং পরিশোধের শেষ তারিখে এসব বিল কাগজ গ্রাহকদের সরবাহ করেছে। এরফলে প্রায় ২৫ হাজার গ্রাহক সরাসরি বিড়াম্বনায় পড়েছে। বক্তারা আরো বলেণ, বর্তমান পরিস্থিতে জুন পর্যন্ত বিল আদায় না করাসহ বিদ্যমান ডিজিটাল মিটার বাতিল করা দাবী জানান তারা। দাবী মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করার ঘোষনা প্রদান করেন। এব্যাপারে কলাপাড়া জোনাল অফিসের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানায়, করোনা পরিস্থিতিতে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যথাযথ মিটার রিডিং করতে পারেনি। এসময় কেউ কেই বাঁধা প্রদান করেন। তবে বিদ্যুৎ বিলে সমস্যা হলে অভিযোগ পেলে দ্রুত সমন্বয় করে নিচ্ছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments