বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরে চিকিৎসকদের ঝুঁকি এড়াতে সদর হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বার স্থাপন

মাদারীপুরে চিকিৎসকদের ঝুঁকি এড়াতে সদর হাসপাতালে ডক্টরস সেফটি চেম্বার স্থাপন

আরিফুর রহমান: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মাদারীপুরে চিকিৎসকদের জন্য ডক্টরস্ সেফটি চেম্বার স্থাপন করা হয়েছে। ডক্টরস্ সেফটি চেম্বার উপহার দিলো কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার দুপুরে সদর হাসপাতালে এই ডক্টরস্ সেফটি চেম্বারটি সিভিল সার্জণ ডা. মো. শফিকুল ইসলামের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম। ডক্টরস্ সেফটি চেম্বারটি জেলা সদর হাসপাতালের করোনা ইউনিট ও জরুরী বিভাগের মধ্য জায়গায় স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকারসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলাম বলেন, এই ডক্টরস্ সেফটি চেম্বারটি চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভুমিকা রাখবে। এর ফলে রোগীর সংস্পর্শ ছাড়াই চিকিৎসকরা স্বাস্থ্যসেবা দিতে পারবেন। ফলে কমে যাবে করোনা ঝুঁকি। মূলত এটি করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন রোগীদের তাপমাত্রা মাপাসহ সাধারণ রোগীদেরও স্বাস্থ্যসেবা দিতে সহযোগিতা করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments