বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাগুলশানে ডেঙ্গু নির্মূলে চিরুনি অভিযান শুরু

গুলশানে ডেঙ্গু নির্মূলে চিরুনি অভিযান শুরু

নাজমুল হক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান শুরুহয় গতকাল ১৬ মে থেকে। এরই অংশ হিসেবে আজ গুলশান ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর ” খ ” ব্লকে অভিযান চালায় সিটি কর্পোরেশনের মোবাইল টিম। এই টিমে সম্মিলিত ভাবে অংশগ্রহণ করে সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিষ্ট্রেট শরিফুল ইসলাম ও সহকারী প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল মোঃ গোলাম মোস্তফা সারোয়ার। অভিযান সমন্ধে নির্বাহী মেজিষ্ট্রেট শরিফুল ইসলাম আজকের বাংলাদেশকে জানায় ১০ মে থেকে আমরা ডেঙ্গু নির্মূল মোবাইল কোর্ট পরিচালনা করছি তবে ১৬ মে থেকে ২০ মে ৫ দিন সম্মিলিত চিরুনি অভিযান চালাবো। এই সময় আমরা ঢাকা উত্তর সিটির প্রতিটি বাড়িতে বা নির্মাণাধীন ভবনে অর্থাৎ যেখানে ডেঙ্গু প্রজননের সন্দেহ হবে সেখানেই অভিযান চালাবো। আমরা আজ শাহজাদপুরে অভিযান চালিয়ে ৪ টি বাড়িতে ডেঙ্গুর লার্ভা পেয়েছি যার দরুন ঐ চার বাড়ির বিরুদ্ধে মামলা করি এবং ৩০,০০০ টাকা অর্থদণ্ড করে সাবধান করি। যাতে আশেপাশের অন্যান্য বাড়ির মালিকেরাও সচেতন ও সাবধান হয়। তাছাড়া আমরা মশা নির্মূলে ফগিং মেশিন ও স্প্রে ব্যবহার করছি। এসমন্ধে ঢাকা উত্তর সিটির সহকারী প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল মোঃ গোলাম মোস্তফা সারোয়ার আজকের বাংলাদেশকে জানায় আমরা প্রতিটি ওয়ার্ডকে ১০ টি ভাগ করে , সেই ১০ ভাগকে আরো ১০ টি ক্ষুদ্র অংশে বিভক্ত করে অর্থাৎ প্রত্যোক ওয়ার্ডকে ১০০ টি ক্ষুদ্র অংশে বিভক্তি করে অভিযান চালাচ্ছি। যাতে এডিস বা ডেঙ্গুর বংশবৃদ্ধি সমূলে ধ্বংস করতে পারি। প্রত্যোকটি ক্ষুদ্র অংশের দায়িত্বে ৬ জন পরিচ্ছন্ন কর্মী ও ১ জন মশক কর্মী। যারা সম্ভাব্য মশা প্রজননের স্থান গুলো পরিষ্কার করে ঔষধ ছিটিয়ে ধ্বংস করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments