শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে গৃহবধূ জেসমিনের মাথা ন্যাড়াকারী সেই স্বামী ও শাশুড়ী আটক

সাপাহারে গৃহবধূ জেসমিনের মাথা ন্যাড়াকারী সেই স্বামী ও শাশুড়ী আটক

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনকারী লম্পট স্বামী রফিক ও শাশুড়ী রাজিয়া বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে পত্নীতলা থানার আলপাকা গ্রাম হতে শাশুড়ী রাজিয়ার মেয়ে জামাই বাড়ী হতে তাদের আকট করা হয়। স্থানীয় থানা সূত্রে জানা গেছে ঈদের এক দিন আগে স্বামীর অনৈতিক কার্যকলাপে রাজি না হওয়ায় স্বামী রফিক ও তার মা রাজিয়া বেগম গৃহবধু জেসমিনকে শারিরীক নির্যাতনের পাশা পাশি তার মাথার চুল কেটে ন্যাড়া করে রাখার পর থেকে স্বামী রফিক ও তার মা রাজিয়া বেগম পলাতক ছিলো। গত বৃহস্পতিবার সাপাহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের উপর মামলা দায়ের হলে শুক্রবার ভোরে পত্নীতলার ওই গ্রাম হতে মা ছেলে কে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গৃহবধু নির্যাতনকারী স্বামী ও শাশুড়ী আটকের বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার গৃহবধু জেসমিন বর্তমানে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments