জয়নাল আবেদীন: রংপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪শ ছাড়িয়েছে। মারা গেছেন আরো একজন। বৃহস্পতিবার রাতে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে হাসপাতালের তত্তাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, মৃত ব্যক্তির বয়স ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন ও হৃদরোগে ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২২ মে করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে রংপুর জেলায় মারা গেল ৭ জন। এর মধ্যে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনজন মারা যায়। রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এবং রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪শ৭ জনে। এদের মধ্যে ৮২ জন সুস্থ্য হয়েছেন।