এএসটি সাকিল: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর ৮ নং ওয়াডে অভিযান চালিয়ে ভোলার ডিবি পুলিশের একটি চৌকর্স টিম দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করেন।
শুক্রুবার ২৯/০৫/২০২০;ইং তারিখ দুপুর ১.২৫ মিনিটের সময় ভোলা ডিবি পুলিশের দক্ষ ওসি ডিবি সহিদুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই মোঃ মিলন হাওলাদারের দক্ষ অভিযান পরিচালনায় মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছেন।
আটক কৃত ইয়াবা ব্যবসায়ী রতনপুর ৮ নং ওয়াডের মুত রতন ব্যপারির ছেলে মোঃ জাকির হোসেন(৩৫),
অপরজন রতনপুর ৭ নং ওয়াডের হাসান ব্যপারির ছেলে মোঃ মুরাদ হোসেন (২৭) কে গ্রুেপ্তার করে ডিবি অফিসে আনা হয়েছে।
ওসি ডিবি শহিদুল ইসলাম জানান মাদক ব্যবসায়ীদের নামে ভোলা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।তিনি বলেন আমাদের এই মাদক বিরোদি অভিযান অব্যহত থাকবে যতদিন এই মাদক কারবারিদেরকে দমন করতে না পারবো।
ডিবি এসআই মিলন জানিয়েছেন আটক কৃতরা অনেক আগে থেকেই মাদক ব্যবসা করতো তাদের নামে মামলা ও রয়েছে।তাদেরকে ধরতে আমাদের অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে।