বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ৯ জন

রংপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ৯ জন

জয়নাল আবেদীন: রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরও নয়জন। এদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যসহ দু’জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে ২০ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়ে ছেন। দুপুরে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ওই নয়জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায় ক ডা. এস.এম নূরুন নবী জানান ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- পুলিশ সদস্য তাজউদ্দীন, রাসেল মিয়া, আনসার সদস্য এনামুল হক, রেজাউল আলম, শাহিনুর, জনতা ব্যাংকের কর্মকর্তা রাজন মিয়া, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক, ঢাকায় বেসরকারি সংস্থায় চাকরিরত রিপন মোহন্ত, এবং রংপুর নগরীর বাসিন্দা তাসফি। এই নয়জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হবার কোনো উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments