জয়নাল আবেদীন: রংপুরের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শাখাটি অবশেষে বৃহস্পতিবার লক ডাউন করা হয়েছে । অথচ গত ৭দিন আগে কর্মকর্তাদের করোনা শনাক্ত হওয়ার খবর রংপুর সিভিল সার্জন এবং সিটি কর্তৃপক্ষ জানার পরও ব্যাংকটি লক ডাউন না করায় বর্তমানে গ্রাহকদের মাঝে অতংকাবস্থা বিরাজ করছে ।বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ওই ব্যাংকের শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করেন। জানা গেছে রংপুরের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় কর্মরত চারজন করোনা আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত হয়েছে। একারণে ওই শাখার গ্রাহকসহ কর্মরত সকলের সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকি রোধে লকডাউন করা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ। ব্যাংক ব্যবস্থাপক শীষ মোহাম্মদ আবু হানিফা জানান, ইতোমধ্যে শাখাটির চারজন করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। আরও সাত কর্মকর্তা-কর্মচারীর দেহে এই ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান শাখার উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে রংপুর শাখাটি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে ।