সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নমুনা সংগ্রহের ফলাফলে আজ বৃহস্পতিবার ৬ জনের করোনা পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে (নাম ঠিকানা গোপন রাখা হলো) এদের মধ্যে একজন উল্লাপাড়ার স্থায়ী বাসিন্দা। অপর একজনের স্থায়ী ঠিকানা নওগা জেলা। তিনি পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন। বাকী চার জন অন্য জেলার হলেও সরকারি চাকুরিজীবি হয়ে উল্লাপাড়ায় কর্মরত আছেন। এদের মধ্যে আবার স্বামী স্ত্রী রয়েছেন।