বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এক কেজি কাঁচা মরিচের দাম ১শ৪০ টাকা

উল্লাপাড়ায় এক কেজি কাঁচা মরিচের দাম ১শ৪০ টাকা

সাহারুল হক সাচ্চু: উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন কাঁচা মরিচ ১শ ৩০ টাকা থেকে ১শ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজারে এ দামে বেচাকেনা হচ্ছে বলে জানা যায়। গত দিন সাতেক আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বেচাকেনা হয়েছে।ক’দিন দাম বেড়ে আজ রোববার এদামে বেচাকেনা হচ্ছে । বিভিন্ন এলাকার কাঁচা তরি তরকারী দোকানীর কথায় মোকাম এলাকায় কাঁচা মরিচের দাম বেশী। তবে মোকাম বাজারগুলোয় কাঁচা মরিচের আমদানী কম নেই বলে জানানো হয় । উল্লাপাড়ার নাগরৌহা বাজারের তরি তরকারী দোকানীদের মধ্যে দ্#ু৩৯;জন হাফিজুল ইসলাম ও জাহের আলী জানান, তারা খুচরা দোকানী। বিভিন্ন মোকাম এলাকা থেকে তারা কিনে এনে সাধারণ খদ্দেরদের কাছে বিক্রি করে থাকেন। গত কদিন হলো দিন যেতেই মোকামে দাম বাড়তে থাকে। আজ রোববার সকালের বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি ১শ ৪০ টাকা দরে বেচাকেনা করেছেন। তবে দাম বাড়ায় সাধারণ খদ্দেররা কম পরিমাণ করে কিনছেন বলে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments